Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সাংবাদিক শহিদুলের স্ত্রীর দুটি ভাল্বই নষ্ট

1 min read
সাংবাদিক শহিদুলের স্ত্রীর দুটি ভাল্বই নষ্ট

সাংবাদিক শহিদুলের স্ত্রীর দুটি ভাল্বই নষ্ট

সাংবাদিক শহিদুলের স্ত্রীর দুটি ভাল্বই নষ্ট
সাংবাদিক শহিদুলের স্ত্রীর দুটি ভাল্বই নষ্ট

কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার মহেশপুর প্রতিনিধি শহিদুল ইসলামের স্ত্রী সালমা আক্তারের (৪৫) হৃৎপি-ের দুটি ভাল্বই অকেজো হওয়ার পথে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সালমা আক্তার হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তার হৃৎপি-ের একটি ভাল্ব নষ্ট হয়ে যায়। পরে ভারতে চিকিৎসা নিয়ে তিনি খানিকটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এর পর আরেকটি ভাল্ব অকেজো হয়ে পড়ায় সালমা আক্তার এখন মৃত্যুর প্রহর গুণছেন।

গত আগস্ট মাসে সালমাকে মহেশপুর, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। যশোরের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল অথবা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সাংবাদিক শহিদুল ইসলামের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি স্ত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি।

শহিদুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ডাক্তাররা তাকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার আর্থিক সঙ্গতি না থাকায় তাকে উন্নত চিকিৎসা করাতে পারছি না।’

তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন। সহায়তা পাঠানো যাবে শহিদুল ইসলামের কোটচাঁপুর ইসলামী ব্যাংক শাখার ৫৫১১ অ্যাকাউন্ট নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *