Thu. Jan 9th, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

 সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ণমূলক ভূমিকা নিয়ে আলোচনা 

1 min read

 সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ণমূলক ভূমিকা নিয়ে আলোচনা 

 সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ণমূলক ভূমিকা নিয়ে আলোচনা 
সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ণমূলক ভূমিকা নিয়ে আলোচনা

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ণমূলক ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলানায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস খোলা মেলা আলোচনায় অংশ নিয়ে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ। আমি জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণের পর জেলা বাসীর উন্নয়ণ কল্পে বদ্ধপরিকর।

তাই আমি প্রথমেই ঝিনাইদহের সাংবাদিকদের সাথে আলোচনা করে জেলা বাসীর উন্নয়ণমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে চাই। এছাড়াও তিনি জেলার নির্যাতিত নিপিড়িত ও অসহায় মানুষের সুখ দুঃখের পাশে থেকে সকল প্রকার সহযোগীতার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি ছোটখাট ভুলগুলো এড়িয়ে দেশের বৃহৎ স্বার্থে এক যোগে সাংবাদিকদের কাজ করার আহবান জানান। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ সেলিম, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, বর্তমান সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ সকল সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *