সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মহেশপুর
1 min readমহেশপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি চলছে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব।
বুধবার দুপুরে মহেশপুর থানা চত্বরে মহেশপুর বণিক কল্যাণ সমিতির ৪০০ সদস্য নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক মাসের মধ্যে মহেশপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর আগে শহরের দশটি দোকানের সামনে-পিছনে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
থানা চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফসিয়ার রহমান, স্বর্ণকার আলম মিয়া, মিলন সিটিগোল্ডের মালিক মিলন মিয়াসহ বণিক কল্যাণ সমিতির সদস্যরা।
সভায় আগামী এক মাসের মধ্যে মহেশপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব। সিসি ক্যামেরার আওতায় এলে শহরে অপরাধ কমবে বলে তিনি আশা করেন।