সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
1 min read
ঝিনাইদহের ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশের এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নিহতের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতের পরিচয়, জাহিদুল ইসলাম (৪০) নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই)। আহতরা হলেন নিহতের স্ত্রী সালমা খাতুন, কন্যা তিন্না ও আরেক মটর সাইকেলেন আরোহী সুমন। মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনাটি ঘটে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, দুপুরে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই জাহিদুলসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহমেদ নাসিম আনসারী