হতদরিদ্র এতিম মেধাবী ছাত্র সুমন আলীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার খরচ প্রদান
1 min read
ঝিনাইদহের কাঞ্চননগর এলাকার হতদরিদ্র এতিম মেধাবী ছাত্র সুমন আলীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার খরচের জন্য আমেরিকা প্রবাসী মোহম্মদ মোমেন পনেরো হাজার টাকা সহযোগীতা প্রদান করেন।
বুধবার সকালে মোহম্মদ মোমেন এর পক্ষে তার খালাতো ভাই কামরুল ইসলাম ঝিনাইদহ প্রেসক্লাব সাধারণ সম্পাদকের হাত দিয়ে সুমন আলীকে ওই অর্থ প্রদান করেন। এর আগে মেধাবী হতদরিদ্র সুমন আলীর অর্থ অভাবে লেখা- পড়া অনিশ্চত শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।