হায়দার আলী হাদু’র ১০ম মৃত্যুবাষিকী
1 min readঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদু’র ১০ম মৃত্যুবাষিকী উপলক্ষে জেলা যুবদল ও শহীদ হাদু স্বৃতি সংসদের কর্মসূচী ঘোষনা ।
পহেলা ডিসেম্বর ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদু’র ১০ম মৃত্যুবাষিকী এ উপলক্ষে জেলা যুবদল ও শহীদ হাদু স্বৃতি সংসদ নানা কর্মসূচী ঘোষনা করেছে । কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল সকাল ১০ টায় মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল করবে জেলা যুবদল এবং আসর নামাজের পর মিলাদ মাহফিল, কোরআন তেলায়াত ও খাদ্য বিতরন করবে শহীদ হাদু স্বৃতি সংসদ ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থতি থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা , জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব মসিউর রহমান ।